নিজের কথা বলতে চাই। নিজের মতো করে বলতে চাই। নিজের অনুভবের কথা ছড়িয়ে দেবো নিজের ভাষায়।ফেসবুকে আসার এটাই কারণ। পোষ্ট লেখার পেছনেও যুক্তি এটাই।কোন মেয়ে জাতিকে প্রভাবিত করার অভিলাষ আমার নেই। যদিও এই কথা গুলোও অপ্রয়োজনীয়।আজ এই নোট টি লিখতে বসলাম কারন আজ মন টা কেন যেন মুড় অফ।
এলোমেলো অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে। কতগুলো সুন্দর সময় পিছনে ফেলে এসেছি...স্কুল,কলেজ...
আজকে মন খারাপ হওয়ার কারণটা ভিন্ন আজ চিন্তা করছি যে ২৫ টা বছর পিছনে ফেলে এসেছি, তা নিয়ে। কি অর্জন করলাম...কি হারালাম...এইগুলা হাবিজাবি। কিছুই তো অর্জন করতে পারি নাই, অন্তত কারো প্রিয় বন্ধুর তালিকায় নিজের নামটাও নয়। দেখতে দেখতে ইউনিভার্সিটি শেষ করে ফেললাম, অথচ এতো বাজে একটা রেজাল্ট নিয়ে বের হচ্ছি,কি আর বলবো। নিজের উপর যথেষ্ট বিরক্ত।,নিজের উপর প্রচন্ড রাগ হচ্ছে। কারো জন্য ভালো কিছু তো করতেই পারলাম না...। যাই হোক...আবজাব অনেক প্যাঁচাল পারলাম,এইবার ক্ষান্ত দেই। আসলে পুরনো চিন্তা গুলো মনটা কে বিক্ষিপ্ত করে রেখেছে...তাই ভাবলাম, লিখতে বসি,যদি মনটা একটু হালকা হয়...
ভাষা বদলি করুন
May 31, 2016
নিজের কথা বলতে চাই
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
।।জাকারিয়া ইছলাম।। প্রত্যেকেই তার কাঙ্ক্ষিত বস্তু লাভের জন্য নানা কৌশল অবলম্বন করে থাকে। সম্পাদের জন্য যে লালায়িত সে তা অর্জনের নিমিত...
-
ক্যারিয়ার ব্যবস্থাপনা (ক্যারিয়ারের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত গ্রহণে আপনাকে সহায়তা করবে।) ১. প্রশ্ন জিজ্ঞাসার মাধ্যমে নিজেকে মূল্যায়ন: -----...
-
।। জাকারিয়া ইছলাম।। নবী মুহম্মদের ( ﷺ ) জন্ম মৃত্যু নিয়ে আমাদের ভন্ডামির শেষ নেই। নবীজির জন্ম মৃত্যু একই তারিখে হয়েছে বলে যে একটা প্...
No comments:
Post a Comment