পৃথিবীর অষ্টমাচার্য হল ডাঃ জাকির নায়েক। কি তার বাগ্নিতা কি তার অবাক করা স্মৃতিশক্তি। ডাঃ জাকির নায়েক কে বলতে হয়ে বর্তমান বিশ্বের সমগ্র মানব জাতির জন্য মহা আশীর্বাদ। কিন্তু দুঃখের বিষয় কতিপয় লোক তাহার সমালোচনা করা ছাড়া আর কিছু পারে না। কারা তাহার সমালোচনা করে হিন্দুরা। বৌদ্ধরা .খ্রিষ্টানয়া .নাস্তিকরা .নামধারী কতিপয় মুসলিমরা। এখানে দেখা যাচ্ছে ডাঃ জাকির নায়েকের বিরোধিতার ক্ষেত্রে কতিপয় নামধারী মুসলিম আর হিন্দুরা সমানে সমান এবং একে অপরের সহযোগী।
.
যারা তার বিরোধিতা করে তারা সকলেই বুঝতে পারবে একদিন। যখন তিনি আমাদের্ মাঝে আর থাকবেন না। তখন তারা জাকির নায়েকের জন্য কাঁদবে নিশ্চিত। আমাদের গর্বের বিষয় হচ্ছে জাকির নায়েক ইসলামের দাওয়াতের কাজ করে যাচ্ছেন।
.
একবার ভেবে দেখেছেন কি তিনি যেভাবে ইসলামের পক্ষে কাজ করে যাচ্ছেন সেভাবে যদি ইসলামের বিপক্ষে কাজ করতেন ! যদি তিনি নাস্তিকদের জন্য কাজ করতেন। যদি তিনি সনাতনীদের জন্য কাজ করতেন। যদি তিনি খ্রিষ্টানদের জন্য কাজ করতেন তাহলে হয়ত তার কথায় অনেকে বিভ্রান্ত হয়ে যেত।তিনি যদি ইসলামের বিরুদ্ধে কাজ করতেন তার যে অতুলনীয় মেধা তার যে অতুলনীয় স্মৃতিশক্তি তা যদি ইসলামের বিরুদ্ধে কাজে লাগাতেন তাহলে কয়েকখান নোবেল এখন তার শোকেজে শোভা পেত। যে মালালারা নোবেল পায় ঐ রকম ৫০০ মালালা মিলে ও একজন জাকির নায়েকের সমান হতে পারবে না .
.
তিনি যদি খ্রিষ্টানদের জন্য কাজ করতেন তাহলে তিনি বর্তমান আধুনিক বিশ্বে রাষ্ট্রনেতাদের কাছে বিশ্ব মিড়িয়ার কাছে শতগুন পূজনীয় হয় উঠতেন .আমেরিকা ইউরোপের কাছে তিনে একজন পোপের চেয়ে ও শতগুন মযর্দাবান হতেন . তিনি যদি হিন্দুদের জন্য কাজ করতেন তাহলে সকল হিন্দু তাকে দেবতা বানিয়ে পূজা করত . তিনি যদি নাস্তিকদের জন্য কাজ করতেন তাহলে নাস্তিকদের একমাত্র ঠিকানা হতেন। ফেসবুকে সব নাস্তিকের ওয়ালে তার ছবি প্রোফাইল পিকচার হিসেবে থাকত। কিন্তু তিনি কাজ করছেন ইসলামের জন্য তো আমরা মুসলিমরা কি করছি ? উনার গীবতা উনার বিরোধিতা।
.
বাহঃ কিন্তু এইসব নামধারী মুসলিম বলেন নাস্তিক বলেন হিন্দু বলেন কারো মুরোদ নেই জাকির নায়েকের সাথে বিতর্কে লড়ার তাই তো তাসলিমা নাসরিনরা ডিবেটের নামশুনে ইদুরের গর্তে লুকায়। তারা পারে শুধু বিরোধিতা। আজকে ডাঃ জাকির নায়েক বাংলাদেশে আসতে পারছে না এরকম নামধারী ভন্ড মুসলিমের কারনে মাজারপূজারীদের কারনে। বাহঃ তাদের জন্য হাততালি। তারা এক বিরাট কর্ম সাধন করিতেছে। আমি জানিনা আল্লাহর এ বিশেষ নেয়ামত ডাঃ জাকির নায়েক আমাদের মাঝে আর কতদিন আছেন। তার মারা যাওয়ার পর তার মত আর কাওকে পাব কিনা ?
:
:
সকলে ডাঃ জাকির নায়েকের জন্য দোয়া করবেন৷
ভাষা বদলি করুন
June 06, 2016
ডাঃ জাকির নায়েক
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
।।জাকারিয়া ইছলাম।। প্রত্যেকেই তার কাঙ্ক্ষিত বস্তু লাভের জন্য নানা কৌশল অবলম্বন করে থাকে। সম্পাদের জন্য যে লালায়িত সে তা অর্জনের নিমিত...
-
ক্যারিয়ার ব্যবস্থাপনা (ক্যারিয়ারের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত গ্রহণে আপনাকে সহায়তা করবে।) ১. প্রশ্ন জিজ্ঞাসার মাধ্যমে নিজেকে মূল্যায়ন: -----...
-
।। জাকারিয়া ইছলাম।। নবী মুহম্মদের ( ﷺ ) জন্ম মৃত্যু নিয়ে আমাদের ভন্ডামির শেষ নেই। নবীজির জন্ম মৃত্যু একই তারিখে হয়েছে বলে যে একটা প্...
No comments:
Post a Comment