ভাষা বদলি করুন

The Only way to stop any pain in your life is to accept the fact that nothing is yours, nothing was yours, and nothing will ever be yours. They are worldly attachments; given by Allah, belonging to Allah and returning beck to Allah.

May 31, 2016

বিখ্যাত মনীষিদের ৫০টি জনপ্রিয় উক্তি

বিখ্যাত মনীষিদের ৫০টি জনপ্রিয় উক্তি ...
শেয়ার করে আপনার ফেইসবুক টাইমলাইনে সেইভ রাখুন ... কাজে লাগবে ...
* যে নিজেকে অপমানিত হতে দেয় সে অপমানিত হওয়ার যোগ্য। ( কোরনেল )
* এমন লোকের বন্ধুত্বে বিশ্বাস করো না যে প্রতিঞ্জা রক্ষা করে না।( হজরত আলী রাঃ)
* যাকে সত্যিকার ভালবাসা যায়, সে অতি আঘাত অপমান করলে এবং হাজার ব্যাথা দিলেও তাকে ভুলা যায় না।( বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম)
* অর্থমন্ত্রী হলেন আইন সঙ্গত পকেটমার। (পলরামদিয়ে)
* আহমকের কথায় প্রতিবাদ করেব না ; শেষে তুমিই আহমক সেজে যাবে। (হযরত সোলায়মান)
* এক কম্বলে দশ দরবেশের জায়গা মেলে কিন্তু এক রাজ্যে দুই রাজার শাসন কভু না চলে। (শেখ শাদী)
* জ্ঞানী ব্যক্তি সর্বদা চিমিত্মন্বিত থাকে, জ্ঞানের অধাংশ ধৈর্য আর অধাংশ ঔদার্য।(হযরত আলী)
* যারামুর্খ যারা কোন কালেই কিছু করবে না তারাই শুধু বলে অসম্ভব ; এ জগতে মানুষের অসম্ভব বলে কিছু নেই। ( নেপোলিয়ান বোনাপার্ট )
* যে কখনো কিছু পায়নি সে বঞ্চিতের দুঃখ বুঝবে।(রবার্ট হেরহিক)
* যে নিজে জানে না সে অন্যে জানে তা ও বিশ্বাস করে না। ( জে এ ক্রাডিও )
* যে সংগীত পছন্দ করে না সে নিজেকে নিজের সাথে প্রতারিত করে। (কীন্টস)
* যদি সুখি হতে চাও,তবে তোমাকে অবশ্যই সৎ হতে হবে। ( ওগলাস সেলচ)
* তলয়ার দিয়ে রাজ্য জয় করা যায়,কিন্তু সঙ্গীত দিয়ে শত্রম্নকে বন্দু করা যায়। (ফরাসী প্রবাদ)
* ধর্ম নিয়ে যারা কোন্দল করে ধর্মের ধর্ম তারা জবনে না। (ডঃ মুহাম্মদ শহীদুলস্নাহ)
* মানুষ ব্যয় করে বাধা নিয়মে অপব্যয় করে নিজের খেয়ালে। (রবীন্দ্রনাথ ঠাকুর)
* মানুষকে সভ্য করে তোলার একমাত্র মাধ্যম হচ্ছে বিদ্যালয়। ( টলস্টয়)
* মানুষের পরিচয় ব্যবহারে মানুষ আত্মীয় হয়ে উঠে ঘনিষ্টতায়। ( প্রবোধ কুমার সান্যাল)
* লোকে গুনকীর্তন করলে নিজেকে গুনী ভেবো না কেননা লোকের কথায় কয়লা সোনা হয় না।(লোকমান হেকিম )
* সত্য প্রকাশিত হবেই কাজেই সত্য প্রকাশে সাহসী হও। (টমাস সিকইসিণ)
* সত্য বলার স্বাধীনতা পৃথিবীর সবচেয়ে সুন্দর ও শোভনীয় জিনিস।( রোকন)
* স্বার্থের সাথে বন্ধুত করো না ; সে তোমার উপকারের চেষ্টা করে তোমার ক্ষতি করবে।(হঃ আলী)

* টাকার চারটি নিয়মঃ
১। যতোটা পাওনা পারতো সব আদায় কর  
  ২। যতোটা পার সঞ্চয় কর
৩। দেনা যতটা পার মিটিয়ে ফেলো
৪। খাটাও যতটা খাটানো সম্ভব। (র্হাবাট ক্যাশন)

* অধিকাংশ পুরম্নষ প্রেমে পড়ে তাদের প্রেমিকার চেহারা দেখে।
* অন্যের নিকট দুঃখবলে বেরানোর অভ্যাস স্বেচ্ছায় নিজেকে লঞ্চিত করার নামামত্মর মাত্র। (হঃ আলী রাঃ)
* অপ্রিয় সত্যের চেয়ে মিথ্যাও অনেক ভাল।
* আনন্দ এবং কাজ সময়কে সংক্ষিপ্ত করে। (শেক্সপিয়ার )
* আমার দৃষ্টিতে প্রেম দু প্রকার (১) গডগিটেড (২) অদৃষ্টের তামাশা
* ক্ষমতা না থাকিলে শত্রম্নর সমুখীন হইওনা। (হঃ আলী)
* চাওয়াই হচ্ছে পাওয়ার প্রথম এবং প্রধান শর্ত। (বুদ্ধদেববসু)
* ছোট ছোট বিচ্ছেদ প্রেমকে গভীর করে আর র্দীঘ বিচ্ছেদ প্রেমকে হত্যা করে। (মিরবো)
* জীবন যতক্ষন আছে বিপদ ততক্ষন থাকবেই। ( ইমারসন )
* জীবন হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনার বৃহৎ সমষ্টি মাত্র। (জনম্যানফিল্ড)
* জীবনে অনেককে ভাললাগে , ভাললাগা ভালবাসা নয়, ভালবাসা সাময়িক।
* যা ভাবা যায় তা করা যায় না। ( সুনীল গঙ্গোপাধ্যায়)
* প্রেম যা পুরম্নষের জীবনে কেবল একটা অনুকাহীনি  মাত্র, নারীর জীবনে তা সমগ্র ইতিহাস। (মাদাম দ্য সত্মায়েল)
* প্রেমে পরলে ছেলেরা হতাশ হয় আর মেয়েরা হয় দুঃসাহসী।
* পুরম্নষ মানুষের ভালবাসাতো হতেও যতক্ষন যেতেও ততক্ষন। ( সুনীল গঙ্গোপাধ্যায় )
* ভালোবাসার ক্ষেত্রে যারা অযোগ্য তারাই ব্যর্থ প্রেমিক।
* ভাললাগা ভালবাসা নয়। (প্রবোদ কুমার সান্যাল)
* মিথ্যা প্রেমের চেয়ে সত্য আঘাতও অনেক ভাল।
* মেয়েদের মন সবথেকে বড় হেয়ালী।
* মেয়েরা খুব বেশী হেয়ালী হয়। রাগঢাক পছন্দ করে এবং অভিমানী ।
* শিশু এবং নারী এ দু শ্রেনী নিজের স্বার্থ সর্ম্পকে খুব সজাগ।
* সুখটা সম্পূর্ন মনের ব্যাপার
* সম্পূর্ন দু ধরনের চরিত্রের দুটি মানুষ একজন আরেকজনকে ভালবাসতে পারে না।

▬▬▬▬۩۞۩▬▬▬▬

No comments:

Popular Posts