মজার কিছু সাধারণ জ্ঞান...
* ১৯৫৩ খ্রিস্টাব্দে আমেরিকা যুক্তরাষ্ট্রের অন্তর্গত কলোরাডো অঞ্চলে ঐতিহাসিক নিদর্শনের প্রত্যাশায় ভূমি খনন করতে গিয়ে প্রাচীন প্রাগৈতিহাসিক যুগের একটি ফুলের ফসিল পাওয়া গেছে। উদ্ভিদ বিজ্ঞানীদের মতে, এটি প্রায় ছয় কোটি পঞ্চাশ লাখ বছর আগেকার।
* বায়রন ছিলেন একজন বিশ্ববিখ্যাত কবি। তার মৃত্যু হয়েছিল গ্রিস দেশে ১৮২৬ খ্রিস্টাব্দে। তখন তার বয়স হয়েছিল ৩৬ বছর। মৃত্যুর পর তার মগজটি ওজন করে দেখা গিয়েছিল ৪ পাউন্ড ৩৮৬ আউন্স।
* সিসিলিতে নোটো- এর দি চার্চ অব সান্তা মারিং ডেল্লা স্কেল সম্পূর্ণভাবে নির্মিত হয়েছিল গিরোলামা তেরজি নামে এক ভিখারির ভিক্ষার টাকায়।
* প্লাস্টিক প্রথম উৎপাদিত হয় ১৮৬৬ খ্রিস্টাব্দে লন্ডনে।
* পেনিসিলিন প্রথম আবিষ্কার হয় লন্ডনে ১৯২৮ খ্রিস্টাব্দে।
* মাছি ও সাপের চোখের পাতা নেই।
* পাখিদের মধ্যে আলবাট্রস স্রেফ ডানা মেলে রাখলেই দিনভর আকাশে ভেসে থাকতে পারে।
* রোগা স্বাস্থ্যের অধিকারীর চেয়ে মোটা লোকের পানিতে ভেসে থাকতে সুবিধা বেশি। কারণ মোটা লোকের চর্বিতে থাকে ক্ষুদ্রাতিক্ষুদ্র অসংখ্য বায়ুকোষ। বাতাস যেহেতু পানির চেয়ে হালকা, কাজেই চর্বিওয়ালা মানুষের অধিক সময় ভেসে থাকতে সুবিধাটাও হয় বেশি।
* পৃথিবীতে ক্যামিলিয়ন আছে ১২০ রকমের। এই বহুরূপী গিরগিটিদের বেশির ভাগ থাকে আফ্রিকায়।
* সবচেয়ে উঁচু দালান সিয়ার্স টাওয়ারের জানালার সংখ্যা মোট ১৬ হাজার।
* প্রাণিকুলে মানুষই একমাত্র প্রাণী, যারা চিৎ হয়ে ঘুমোয়।
* আমাদের চার কোয়ার্ট পরিমাণ রক্তে লোহিত রক্ত কণিকার পরিমাণ থাকে ২০ মিলিয়নের মতো। আর প্রতিটি লোহিত রক্ত কণিকায় হিমোগ্লোবিনের পরিমাণ প্রায় ২৮০ বিলিয়ন।
* প্রজননের দিক দিয়ে প্রাণিজগতের স্বাভাবিক নিয়মের বিপরীত কাণ্ডটি দেখা যায় পিগ্ফিশের বেলায়। এমনিতে সাধারণত স্ত্রী-মাছগুলোই ডিম পাড়া এবং বাচ্চা ফোটানোর দায়িত্বে থাকে। কিন্তু পিগ্ফিশের বেলায় স্ত্রী-মাছ ডিম পাড়ে পুরুষ মাছের পেটের এক বিশেষ থলিতে। ডিম থেকে পোনা বেরোতে সময় লাগে ১৭ থেকে ২১ দিনের মতো। থলের এক বিশেষ ফাঁক দিয়ে বেরিয়ে আসে পোনাগুলো।
তথ্যসূত্রঃ ইন্টেরনেটের বিভিন্ন সাইট ।
▬▬▬▬۩۞۩▬▬▬▬
No comments:
Post a Comment