মানব সৃষ্টির আদিলগ্ন থেকে বন্ধুত্বের পথচলা শুরু। বন্ধুহীন জীবন কল্পনা করা কঠিন। মানুষের জীবনে বন্ধু একটা বিরাট জায়গা দখল করে থাকে। মা_বাবা, ভাইবোন এসব সম্পর্ক যেমন প্রকৃতিগতভাবেই নির্ধারিত হয়, বন্ধুত্বের সম্পর্ক কিন্তু তেমন নয়। বন্ধু শব্দটি যেন বড় বেশি আবেগপ্রবণ। যেমন এলোমেলো করে দেয় সবকিছু, আবার নির্মাণ করতে শেখায় নিজেকে। মনের অজান্তেই গড়ে ওঠে এ সম্পর্ক। নারী_পুরুষ, শ্রেণী, জাত, ধর্ম, বর্ণ_ কোন কিছুর ফ্রেমেই আটকানো যায় না একে। একজন ভাল বন্ধু আশীর্বাদস্বরূপ। বন্ধুত্বের সম্পর্ক এমন হওয়া উচিত যা দেনা পাওনার ওপরে। বন্ধুত্ব জীবনের এক গুরুত্বপূর্ণ রসায়ন হিসেবে কাজ করে। এ সম্পর্ক ধরে রাখা কঠিন হয়ে দাঁড়ায় যদি না থাকে সেখানে ভালবাসা ও বিশ্বাস। প্রচলিত ধারণায় মনে করা হয় বন্ধুত্ব মানেই প্রেম, ভালবাসা। আমি তোমাকে ভালবাসি। তোমাকে ছাড়া বাঁচব না। এবং অবশেষে বিয়ে। আসলে বন্ধুত্ব হলো এর চেয়েও বড় ব্যাপার। বন্ধুত্ব হলো নির্ভরতার প্রতীক। ধরা যাক, তানবীর নামের এক ছেলে বিপদে পরেছে। তার কোন এক বন্ধু এসে তার পাশে দাঁড়িয়েছে। এতেই তানবীর অনেক সাহস খুঁজে পায়। বলে_ এসেছিস! আমার পাশে কিছুক্ষণ থাক। বুকে বল পাব রে! আসলে বন্ধুত্ব মানেই হলো বুকে বল পাওয়া। সাহসী হয়ে ওঠা। যখন কেউ বলে আমার অনেক বন্ধু আছে তখন সে তার নির্ভরতার কথা বলে।
ভাষা বদলি করুন
May 31, 2016
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
।।জাকারিয়া ইছলাম।। প্রত্যেকেই তার কাঙ্ক্ষিত বস্তু লাভের জন্য নানা কৌশল অবলম্বন করে থাকে। সম্পাদের জন্য যে লালায়িত সে তা অর্জনের নিমিত...
-
ক্যারিয়ার ব্যবস্থাপনা (ক্যারিয়ারের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত গ্রহণে আপনাকে সহায়তা করবে।) ১. প্রশ্ন জিজ্ঞাসার মাধ্যমে নিজেকে মূল্যায়ন: -----...
-
।। জাকারিয়া ইছলাম।। নবী মুহম্মদের ( ﷺ ) জন্ম মৃত্যু নিয়ে আমাদের ভন্ডামির শেষ নেই। নবীজির জন্ম মৃত্যু একই তারিখে হয়েছে বলে যে একটা প্...
No comments:
Post a Comment