ভাষা বদলি করুন

The Only way to stop any pain in your life is to accept the fact that nothing is yours, nothing was yours, and nothing will ever be yours. They are worldly attachments; given by Allah, belonging to Allah and returning beck to Allah.

June 05, 2016

আপনি জানেন কি? (পর্ব-১)

1) পৃথিবীর ইতিহাসের সবচেয়ে কম সময়ের যুদ্ধটি হয়েছিল ১৮৯৬ সালে ইংল্যান্ড আর জাঞ্জিবার এর মাঝে। যুদ্ধ শুরুর ৩৮ মিনিট এর মাথায় জাঞ্জিবার আত্মসমর্পণ করে নেয়।

2) মরুভুমির উড়ো ধুলা থেকে রক্ষা করার জন্য উটের চোখের তিনটি পাতা থাকে।

3) মারামারি দৃশ্য ধারণের সময় ব্রুস লি এর হাত পায়ের চালনা এতটাই দ্রুত ছিল যে, ছবি নির্মাতাদের সেই দৃশ্য ধীর গতিতে রূপান্তর করা লাগতো।

4) জন্মের পর থেকে আমাদের চোখের আকার সমান থাকে কিন্তু নাক কান বড় হয়।

5) আলেকজান্ডার গ্রাহাম বেল কখনো তার মা কিংবা তার স্ত্রীকে ফোন করেননি।    কেননা তারা দুজনেই বধির ছিলেন।

6) রাশিয়ার আয়তন বাংলাদেশের ১১৬(ক্রিমমিয়া ছাড়া) গুনের বেশী হলেও বাংলাদেশে রাশিয়ার চেয়ে বেশী মানুষ বসবাস করে ।

7) জর্জ বার্নাড শ মাত্র ৫ বছর পড়াশুনার সুযোগ পেলেও তিনিই একমাত্র ব্যাক্তি যিনি একটি নোবেল পুরষ্কার ও একটি অস্কার পেয়েছেন ।

8) অষ্টম শতকে বাগদাদের খলীফা হারুনুর রশীদের সাথে খৃষ্টান রাজা নিসোপেরাস এর যুদ্ধ হয় । যুদ্ধে নিসো হরে গেলেও হারুনুর রশীদ কিছু বইয়ের বিনিমিয়ে নিসোকে তার রাজ্য ফিরিয়ে দেন ।

9) আইনস্টাইন একদিন ঘুরতে বেরিয়ে তার নিজের বাসার ঠিকানা ভুলে যান । পরে তিনি মেয়রের কাছে ফোন দিয়ে তার বাসার ঠিকানা চাইলে মেয়র বলেন যে আইনস্টাইনের বাসার ঠিকানা জনসাধারনকে দেওয়া যাবে না । তখন আইনস্টাইন নিজের পরিচয় দেন । মেয়র এ কথা শুনে বেকুব বনে যান । পরে আইনস্টাইনকে তার বাসায় পোছে দেওয়া হয় ।

10) একবার না পারিলে দেখ শতবার । কিন্তু টমাস আলভা এডিসন যদি কবি হতেন তিনি লিখতেন একবার না পারিলে দেখ হাজারবার । কারন টমাস আলভা এডিসন বৈদ্যুতিক বাতী তৈরীর জন্য যে, কতবার চেষ্টা করেছেন তা বলা বাহুল্য । কারন এ ব্যাপারে যতগুলো মত প্রচলিত আছে সবগুলোই হাজারের উপর ।

11) ওকলাহোমাতে কুকুরকে মুখ ভেংচি দিলে অ্যারেস্ট হতে পারেন।

12) ওহিও এর অক্সফোর্ডে পুরুষের পোস্টারের সামনে নারীদের পোশাক পরিবর্তন করা আইনে নিষিদ্ধ।

13) ইসরাইলে রবিবার নাক খোঁচানো দণ্ডনীয় অপরাধ।

14) টেক্সাসের আইনে কোনো অপরাধ করার ২৪ ঘণ্টা আগে পুলিশকে নোটিস দিতে বলা আছে।

15) অস্ট্রেলিয়ার ভিক্টরিয়াতে রবিবার মধ্যবেলার পর হট পিঙ্ক কালারের প্যান্ট পরা নিষিদ্ধ।

16) পৃথিবীর সব থেকে একা প্রাণী হল তিমি। একটি তিমি প্রায় দুই দশক ধরে তার সঙ্গীকে ডাকলেও কোন উত্তর পায় না। কারন তাদের স্বরের অনেক বেশি ভিন্নতা থাকে।

17) ১৯২৩ সালে নিউইয়র্ক এর বেলমন্ট পার্কে জকি ফ্রাঙ্ক হায়েস ঘোড়াদৌড়ে মৃত অবস্থায় প্রথম স্থান দখল করেন। তিনি প্রতিযোগিতা চলা অবস্থায় মাঝ মাঠে এসে হৃদক্রিয়া বন্ধ হয়ে যাবার কারনে মৃত্যুবরণ করেন। কিন্তু সে মারা যাবার পরও ঘোড়ার পিঠে স্থিরভাবে বসে থাকেন।শেষ লাইন অতিক্রম করার পর উনি ঘোড়ার পিঠ থেকে ঢলে পরে যান।

18) আলোর গতি সব থেকে বেশি তা আমরা জানি। কিন্তু, আলোর সব থেকে কম গতি হল সেকেন্ডে ৩৮ মাইল।

19) রোমানরা তাদের দাত মল-মূত্র দিয়ে পরিস্কার করত। এতে তাদের দাত আরও বেশি সুন্দর হত।

20) ২০০৭ সালে কোরে টেইলর নামের এক আমেরিকান নাগরিক তার মৃত্যুর মিথ্যা নাটক সাজায়। শুধুমাত্র, এই কারনে যে তার মোবাইলের বিল পরিশোধ করতে না হয়।

No comments:

Popular Posts