নিজেকে জানতে এবং বুঝতে এই প্রশ্ন গুলো নিজেকে করা প্রয়োজন। এতে নিজের জীবনে মূল্যবান জিনিসগুলো সম্পর্কে ধারণা লাভ করবেন আপনি।
নিজের সম্পর্কে এই প্রশ্ন করেছেন কখনো? না করলে এখনি করে নিন ...
১. আপনার কাছে কোন বিষয়গুলো মূল্যহীন ?
জীবনের যে সময়গুলো উপভোগ করেন তা অতি মূল্যবান। আবার ভালো লাগে না এমন কিছু নিয়ে বাধ্যতামূলক সময় কাটাতে হলে তা আপনার কাছে মূল্যহীন সময় বলেই মনে হবে। কাজেই খুঁজে বের করুন, আপনার জীবনে কোন বিষয়গুলো মূল্য রাখে না।
২. যদি জীবনে আর তিরিশ দিন বেঁচে থাকেন, তবে কী করবেন?
কলেজপড়ুয়া এক শিক্ষার্থীকে এই প্রশ্ন করা হয়েছিল। সে চিন্তা করে বের করেতে পারেনি কী করা যায়। অর্থাৎ মানুষ তার মৃত্যু সম্পর্কে সচেতন নয়। প্রতিদিনের বেঁচে থাকা আর দৈনন্দিন কাজ করে যাওয়াটাই বেঁচে থাকা বলে মনে হয় আমাদের কাছে। কখন মরে যেতে পারি এবং তা মাথায় রেখে কী করতে হবে তা আমরা বুঝে উঠতে পারি না।
৩. শেষ কবে আপনি নতুন কিছু করেছিলেন?
সম্পূর্ণ নতুন কিছু। হয়তো থাকার স্থানটি বদলে ফেলেছেন। নতুন কোনো দেশের খাবার খাওয়া শুরু করেছেন। অথবা প্রতিনিদের একটি নির্দিষ্ট কাজ বদলে নতুন কিছু শুরু করা। এটা নিজের জন্যে হতে পারে বা অন্য কারো জন্য। নতুন কিছু আনুন জীবনে, টেস্ট বদলে যাবে।
৪. অর্থ ছাড়া আপনি বর্তমান চাকরি থেকে কী পেয়েছেন?
আপনি জীবনটাকে ক্ষয় করে চাকরি করছেন প্রতিষ্ঠানের জন্য। বিনিময়ে অর্থ পাচ্ছেন। এ ছাড়া আর কী পেয়েছেন? কাজেই অর্থ ছাড়া অন্যান্য বিষয়গুলোর খোঁজ করুন। চোখের সামনে যা রয়েছে তার সবই দেখার চেষ্টা করুন। উৎসাহ-উদ্দীপনা পাবেন অনেক কিছু থেকে। নতুন কিছু করার পরিকল্পনা আসবে আশপাশের পরিবেশ থেকে।
৫. বাড়িতে আগুন লেগে সব পুড়ে যাচ্ছে, একমাত্র কোন জিনিসটি বাঁচাতে চাইবেন?
'লিপ ইয়ার' ছবিতে এই প্রশ্নটি ছুড়ে দেওয়া হয়েছিল। একজন অন্যকে চিন্তা-ভাবনা করে লাজুক মুখে জানালেন, আমার দুটো পুতুল আছে, ওগুলো বাঁচাতে ছুট দিবো। এর অর্থ হলো, ওই দুটি পুতুল বহু আগে থেকেই মানুষটির কাছে গোটা দুনিয়া। ওগুলোর সঙ্গে তার বহু স্মৃতি-স্বপ্ন জড়িয়ে রয়েছে। পুতুল দুটি হারানো মানে জীবনের অনেক কিছু খোয়া যাওয়া। বোঝা যায়, মানুষের জীবনে কী ধরনের জিনিস মহামূল্যবান হয়ে ওঠে।
৬. আপনার জীবনটাকে ছয়টি শব্দে তুলে ধরতে পারবেন?
এ জন্য আপনাকে বহু কাঠ-খড় পোড়াতে হবে। যদি শেষ পর্যন্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেন, তবে নিজের জীবনটাকে উপলব্ধি করতে পারবেন।
৭. জীবনে কোন বিষয় আসলে এবং গেলে আপনার সাহায্য হবে অথবা কষ্ট পাবেন?
এর জবাব খুঁজতে আপনার কর্মময় জীবন বিবেচনায় উঠে আসবে। আমরা যা নিয়ে এবং যাদের নিয়ে বেঁচে থাকি, সেখান থেকে কিছু জিনিস চলে যায় এবং নতুন কিছু আসে। কোন জিনিসটির মূল্য আপনার কাছে কেমন তার ওপর ভিত্তি করে এ আসা-যাওয়া ঘটে না। সাধারণ নিয়মে ঘটে এবং তার প্রতিক্রিয়া আপনার ওপর সওয়ার হয়।
No comments:
Post a Comment