কি আছে এই জীবনে? জন্ম থেকে মৃত্যু, এর মধ্যেখানে মানুষের বেঁচে থাকার লড়াই। এ লড়াই আত্মিক লড়াই, এ লড়াই মানুষকে উদজীবিত করে আবার মানুষকে বিমর্ষ ও আশাহত করে। সকালে উঠে আমি যখন জানলা দিয়ে রাস্তায় তাকায়, আমার মনে হয় একরাশ মানুষের হাহাকারের পেছনে ছুটে চলছে। কাজ আর কাজই যেন জীবনের একমাত্র পাথেয় হয়ে গেছে। জীবনের সমৃদ্ধির পেছনে মানুষের ছুটে চলাটা হাজার বছর ধরেও বদলায়নি। শুধু বদলেছে মানুষের কর্মের ধরণ।
আগে বেশি খেটে মানুষ বেশি আয় করতে পারত,গায়ের জোরে মানুষের মূল্যায়ন হত। আর এখন মূল্যায়ন হয় বুদ্ধির জোরে, জ্ঞানের জোরে। তবে সবকিছুর শেষে ঐ প্রশ্নটা থেকে যায়। আমি আজ কতখানি এগিয়ে গেলাম? এই যুগের সাথে কতটা আমার মিলন হয়েছে?
প্রতিদিন সকালে মাটি ফাটা রোদ অথবা বৃষ্টির বুকচিরে মানুষ স্বপ্ন এঁকে নিচ্ছে। জীবনের প্রতিচ্ছবিকে মুহ্য করে তুলছে এক বাহ্যিক প্রতিবিম্বে। তারই অসারতায় আমরা হেটে চলছি পৃথিবীর এপথ থেকে ওপথে।
ভাষা বদলি করুন
May 31, 2016
কি আছে এই জীবনে
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
।।জাকারিয়া ইছলাম।। প্রত্যেকেই তার কাঙ্ক্ষিত বস্তু লাভের জন্য নানা কৌশল অবলম্বন করে থাকে। সম্পাদের জন্য যে লালায়িত সে তা অর্জনের নিমিত...
-
ক্যারিয়ার ব্যবস্থাপনা (ক্যারিয়ারের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত গ্রহণে আপনাকে সহায়তা করবে।) ১. প্রশ্ন জিজ্ঞাসার মাধ্যমে নিজেকে মূল্যায়ন: -----...
-
।। জাকারিয়া ইছলাম।। নবী মুহম্মদের ( ﷺ ) জন্ম মৃত্যু নিয়ে আমাদের ভন্ডামির শেষ নেই। নবীজির জন্ম মৃত্যু একই তারিখে হয়েছে বলে যে একটা প্...
No comments:
Post a Comment