ভাষা বদলি করুন

The Only way to stop any pain in your life is to accept the fact that nothing is yours, nothing was yours, and nothing will ever be yours. They are worldly attachments; given by Allah, belonging to Allah and returning beck to Allah.

May 31, 2016

কি আছে এই জীবনে

কি আছে এই জীবনে? জন্ম থেকে মৃত্যু, এর মধ্যেখানে মানুষের বেঁচে থাকার লড়াই। এ লড়াই আত্মিক লড়াই, এ লড়াই মানুষকে উদজীবিত করে আবার মানুষকে বিমর্ষ ও আশাহত করে। সকালে উঠে আমি যখন জানলা দিয়ে রাস্তায় তাকায়, আমার মনে হয় একরাশ মানুষের হাহাকারের পেছনে ছুটে চলছে। কাজ আর কাজই যেন জীবনের একমাত্র পাথেয় হয়ে গেছে। জীবনের সমৃদ্ধির পেছনে মানুষের ছুটে চলাটা হাজার বছর ধরেও বদলায়নি। শুধু বদলেছে মানুষের কর্মের ধরণ।
আগে বেশি খেটে মানুষ বেশি আয় করতে পারত,গায়ের জোরে মানুষের মূল্যায়ন হত। আর এখন মূল্যায়ন হয় বুদ্ধির জোরে, জ্ঞানের জোরে। তবে সবকিছুর শেষে ঐ প্রশ্নটা থেকে যায়। আমি আজ কতখানি এগিয়ে গেলাম? এই যুগের সাথে কতটা আমার মিলন হয়েছে?
প্রতিদিন সকালে মাটি ফাটা রোদ অথবা বৃষ্টির বুকচিরে মানুষ স্বপ্ন এঁকে নিচ্ছে। জীবনের প্রতিচ্ছবিকে মুহ্য করে তুলছে এক বাহ্যিক প্রতিবিম্বে। তারই অসারতায় আমরা হেটে চলছি পৃথিবীর এপথ থেকে ওপথে।

No comments:

Popular Posts