সুন্দর জীবনকে রেডিমেট পাওয়া যায় না, তাকে তিলে তিলে গড়ে নিতে হয়।গড়ে ওঠা সেই শান্তির কারিগড় আপনি নিজেই। আপনার সাথে হয়তো কেও তার জীবনাটাকে পরানে পরান মিলিয়ে নেবে।সে হয়তো আপনাকে আকাশের চাদঁ এনে দিতে পারবে না, পৃথিবীর শ্রেষ্ঠতম জিনিসটা দিতে পারবে যার নাম ভালোবাসা
আপনি হয়তো রাগের বশীভূত হয়ে কাজটি করেছেন, যার সাথে করেছেন তার কথা একটু ভাবুনতো , তার অবস্থানে থাকলে আপনি কি করতেন??? একবারও বোঝার চেষ্টা করেননি, চোখের সামনে যা দেখা যায় সেটাই সর্বদা সত্যি নয়।
কিছু কিছু মানুষ সত্যি খুবি অসহায়..তাদরে ভালো লাগা, মন্দলাগা, কষ্ট পাওয়া কথা গুলো বলার মতো কেও থাকে না। তাদের কিছু অব্যাক্ত কথা মনের গভীরেই রয়ে যায়.. এক সময় পরিনত হয় দীর্ঘ শ্বাসে।
শিকল দিয়ে কাউতে বেধে রাখা যায় না, তবে মাঝে মাঝে মনে হয় হয় বেধে রাখি তাই না ? আপনি যে তাকে ভালোবাসেন সে এই ভালোবাসা নাও বুঝতে পারে, অস্বাভাবিক কিছু নয়।আপনি যখন কাউকে ভালোবাসেন, আপনার জমিয়ে রাখা সব কথা গুলো তাকে বলতে ইচ্ছে করবে, তাই না??
"পাগলি আমার ঘুমিয়ে পড়েছে মুঠোফোন তাই শান্ত, আমি রাত জেগে পাহাড়া দিচ্ছি মুঠোফোনের এই প্রান্ত, এ কথা সে যদি জানতো- নির্মলেন্দু গুন"
প্রেম-ভালোবাসা হ্যাপি ইন্ডিং হবে না, যেটি আপনি চান। আপনি কাউকেও পাগল বা ছাগলের মতো ভালোবাসেন কিন্তু সে তুলনায় আপনার প্রাপ্য ভালোবাসাটুকু তার কাছ থেকে পাবেন না। এখন আপনি যার সাথে সময় কাটাচ্ছেন সেটা কিন্তু শেষ নয় আপনি এখানে থেকে যা শিখলেন তা হবে মেক দ্যা আদার পারসন বেটার ফর দ্যা নেক্সট পারনস। (বেপারটা চরম কখনো ভেবে দেখেছেন কখনো)।
এটা ভাবার কারন নেই যে, যা করেছেন তা ভুল ছিলো ! আর কিছু কিছূ প্রয়োজনীয় ভুল না করলে শিখবেন কোথা থেকে, তাই না ! শেখার জন্য তো ভুল করতে হবে আর তাই এই প্রজন্মের বিশাল স্টোরি হতাশা কেনো হয়? সে বা তিনি কখনই চাইনি একটা হ্যাপি রিলেশনশীপ থাকুক। ভালো লাগাটা আগে বুঝতে হবে আসলে কি ভালো লাগে, আর ভালোবাসা ব্যপারটা অনেক দূরের ব্যপার।
শেষ কথা: দ্যা নেক্সট পারসন কুড লাভ ইউ লাইক ইউ ডিজারব টু বি লাভড
আমার কথাঃ
" ভালো লাগা যখন তখন হতেই পারে। কিন্তু ! এখন ভালো লাগাটাও ব্যালেন্স করে ভালো লাগাতে হবে। হুট করে বলে দিলেই হবে না। ছেলে/মেয়ের স্যাটাস এবং তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অতি জরুরি। বলতে পারেন , ভালো লাগা কি এ সব দেখে হয়. হয় না কিন্তু আসলেই যেটা হয় না সেটা হলো, দুজরেন গল্পটা আর একজনের হয় না। মেয়েদের এবং তার পরিবার চাই স্টাবল সম্পূন্ন মানুষ, মানি সিকোরিটির প্রবলেম নেই এবং তাদের হাতেই তারা মেয়ে তুলে দেয়।ভালোবাসি , ভালো লাগে তার আগে তো সেই স্টাটাস অর্জস করতে হবে… তার পর যা চাইবেন তাই পাইবেন। কেও আর রিজেক্ট করতে পারবে না , আপনিই উল্টা রিজেক্ট করে দিতে পারবেন। আর যার যার মনে খায়েস তারা বিনা বাধায় চালিয়ে যেতে পারেন। আর মনে রাখবেন উপর থেকে আপনি যার জন্য সেট হয়ে আছেন ঠিক তাকেই আপনি পাবেন, এক বিন্ধু নড়চর হবেনা।"
No comments:
Post a Comment