আপনি যেমনই হন না কেন আপনার মত পৃথিবীতে আর দ্বিতীয় কেউ কোথাও নেই। পৃথিবীকে দেবার মতন আপনার কাছে এখনও অনেক কিছুই বাকি। তাই নিজেকে অহেতুক অন্যের চেয়ে ছোট না ভেবে নিজের মত করে বাঁচুন এবং আনন্দে থাকুন।জীবন তো একটাই ... গেইমের মত পুনরায় লাইফ পাবার সুযোগ নাই ... তাই এই এক জীবন থেকে যতবেশি সম্ভব মজা নিয়ে নেন ... যাতে কোন আফসোস না থাকে ... একটা কথা মনে রাখবেন আপনার মন খারাপ করে থাকা বা দুঃখে থাকা তে পৃথিবীর কারো কিছু যাবে আসবে না ...বরঞ্চ আপনার লস হবে কারন আপনি মন খারাপ করে থেকে নিজের অতিবাহিত সময়ের আনন্দ গুলকে মিস করেছেন ...
আমার একটাই থিওরি " অন্যের ক্ষতি না করে লাইফটাকে ইচ্ছা মত এনজই করা উচিত......কোন কিছুর জন্য আফসোস না করে যা আছে তা নিয়েই লাইফ থেকে সর্বোচ্চ মজা আদায় করে নেওয়া উচিত..."
উপদেশ দিতে কার না ভালোলাগে তাই দিয়ে দিলাম ...নিজের পাণ্ডিত্য দেখানোর জন্য নয় আপনাদের বিবেকে নাড়া দেওয়ার জন্য।
No comments:
Post a Comment