ভাষা বদলি করুন

The Only way to stop any pain in your life is to accept the fact that nothing is yours, nothing was yours, and nothing will ever be yours. They are worldly attachments; given by Allah, belonging to Allah and returning beck to Allah.

May 31, 2016

সুখে তাকার অবিনয়

আমি আসলেই সুখী ...আমার এই সুখের আবেশ সবার মাঝে ছড়িয়ে  দিতে চাই ... সুখ অনেকটা গানের কলির মত আবেশিয় প্রভাবে ছড়িয়ে পড়ে ... তাই সুখী হতে চাইলে পড়ুন ... ১% গ্রারান্টি দিতে পারব যে আপনি সুখী হবেন ... হতাস হবার কারন নাই এই রকম ১০০ টা ১% এর যোগফলই ১০০% হয় ।
যদিও লেখাটা একটু বড় তাই একটু কষ্ট করে ধর্য্য ধরে পড়তে হবে … সুখী হবেন অথচ একটু কষ্ট করবেন না তা কি হয় !!!! 
অনেকে ভাবতে পারেন " আমি নিজেক সুখী ভাবি বা কল্পনা করি " তাই সুখী ...!!
এইটা হয়তো কিছুটা (মানে ২০%)  সত্য...পুরাপরি না কারন আপনি ৮০% সুখী না হলে আপনি নিজেকে সুখী মনে করতে পারবেন না ... ২০% বা তার কম বা সামান্য বেশি অপূর্ণতা সব মানুষের থাকে যে এই অপূর্ণতাকে স্বাভাবিক ভাবে মেনে নিতে পারে  সেই সুখী হতে পারে ...
আর যে ওই বাকি ২০% কে ১০০% পরিপূর্ণতা দিতে ছুটতে থাকবে ... সে সারা জীবনই ছুটবে ... এভাবেই তার জীবন শেষ ... সুখের দেখা পাওয়া তারপক্ষে সম্ভব নয় ...।
একটা ছোট্ট গল্প বলি এইটা না বললে লেখাটি কার্যত বিফল হবে। যদিও গল্পটি সবাই জানেন …
“ একজন সুখী মানুষের সন্ধানে বের হওয়া মোড়লের লোকেরা সুখী মানুষ খুঝেই পায় নি, তবে শেষ পর্যন্ত একজন মানুষ পেয়েছেন যার কোন দুঃখ ছিল না। যখন সেই ব্যক্তিটিকে সুখী মানুষ হিসেবে কাউন্ট করে তার জামাটি মোড়লের জন্য চাওয়া হল- তখন-ই জানা গেল অই লোকের জামা-ই ছিলো না। হা হা হা, বিষয়টি কি মজার নয়?”

সুখ নিয়ে মানুষের  জানার কোন শেষ নেই। আগ্রহের শেষ নেই। তাই যুগে যুগেএই সুখের জন্য হয়েছে হাজারো যুদ্ধ বিগ্রহ, শান্তি বাস্তবায়নের জন্য করা হয়েছে সংঘ। তবু সুখ নেই কারো মনে। এর চেয়ে বড় শাস্তি আর নেই বুঝি।
সুখ এই কথাটার আসল অর্থ কি? কাকে আমরা সুখ বলে ভাবি? কী সেটা?
রাতদিন আমরা বলে ফিরি, এ জীবনে সুখ পেলাম না, আমার কপালে সুখ নাই, জন্মের পর থেকে সুখের মুখ দেখলাম না, এমন আরও কত কি! কিন্তু আমরা কি জানি সুখ মানে কী বা কোথায় আছে সুখ?
সুখকে আমরা যে যার মতো করে সংজ্ঞায়িত করার চেষ্টা করি। কেউ ভাবি এটা পেলে সুখী হতাম, কেউ ভাবি ওটা পেলে সুখ পেতাম। একেকজনের ভাবনা একেক রকম।
একজন ব্যবসায়ী কী চায়? টাকা। সে ভাবে যদি এক কোটি টাকার কন্ট্রাক্ট পেতাম বা টেন্ডারটা যদি মিলে যেত, তবে আমার মতো সুখী আসলেই কেউ হতো না। যারা চাকরিজীবি তারা চায় বেতন বাড়ুক বা প্রমোশন হোক।
একজন গৃহিণীর চাওয়া পাওয়ার হিসেবটা আবার অন্যরকম। সে চায় শাড়ি গয়না, নিজের একটা সংসার। কেউ জয়েন্ট ফ্যামিলিতে থাকলে ভাবতে থাকে, কবে হবে নিজের একটা ছোট্ট সংসার। তা না হলে আমার সুখ নাই।
সন্তান চায় স্বাধীনতা। তারা ভাবে আর কতদিন বাবা মায়ের শাসনে থাকতে হবে।
অর্থাৎ আমরা যে যার মতো করে শুধু চেয়েই যাচ্ছি অবিরত। কেউ কেউ সেই চাওয়াগুলোকে হয়তো পাওয়াতেও রূপান্তরিত করতে পারছি। কিন্তু তারপর? তারপর কি হচ্ছে? আমরা কি আসলেই সুখী হতে পারছি?

সুখ এমন একটি অনুভুতির নাম যা সকলেই স্বাধ সমেত অনুভব কিংবা উপভোগ করতে পারেন না। সুখের ভোগ কিংবা অনুভবের জন্য সবার আগে যেটা দরকার তা হলো একটি ইন্দ্রীয়। এই মজার ইন্দ্রীয়টি অনেকেই ব্যবহার করেছেন নানান ধরনের ড্রাগস আর হাভিজাবিতে। তাই সেই ইন্দ্রীয় আসলেই সুখ পেয়েছেন কিনা আমার সেটা জানা নেই। তবে আমি গ্যারান্টি দিতে পারি, আপনার একটি সতেজ ইন্দ্রীয় আপনার সুখানুভুতি ফিরিয়ে দিতে পারে।সেই ইন্দ্রিয়কেই পরোক্ষভাবে মনকেই বোঝায় …
মন আর মানুষের বোধ ক্ষমতা তার মাঝে সুখকে পরিচালনা করতে পারে। অনেকের সহস্র আকাংখ্যা পুর্ন হয় কিন্তু তিনি সুখ পেয়েছেন বলে স্বীকার করেন না। কারন তিনি মন দিয়ে সেটা উপলব্ধি না করে কেবল ভোগ করে গেছেন।
যিনি খাদক তার কাছে স্বাদ বিষয়টি মুখ্য নয়। যিনি খাদক নন তবে সাধক তিনিই কেবল স্বাদ বুঝতে পারেন। বাকীরা পারেন না। তাই সাধক হবার চেষ্টা করে দেখা যেতে পারে।
এখন একটু অন্য প্রসঙ্গে আসি। ধরে নেই, সমাজ সংসার ধর্ম বাদ দিয়ে জঙ্গলকে কেউ বেছে নিল সুখের নিবাস হিসেবে। যেখানে কোনো দায় নেই। তারপরও কি কোনো মানুষ হলফ করে বলতে পারবে, সে ১০০% সুখি? তা যদি নাই হয় তবে সুখটা কোথায়????

আমি নিজেই এতদিন  সুখের কোনো সঠিক সংজ্ঞা পাচ্ছিলাম না। ছোটবেলায় পছন্দের জামাটা যতক্ষণ না পাচ্ছি দুঃখ নিয়ে ঘুরে বেড়াতাম। পেলেই মনটা আনন্দে মেতে উঠতো। আবার পরীক্ষায় রেজাল্ট ভালো হলেও মনের কোণে একটা সুখ সুখ ভাব হতো। তখন ভাবতাম এরই নামই কি তাহলে সুখ?
স্রেফ চাহিদার পূর্ণতা পাওয়া সুখ নয় … কোন কিছুর চাহিদা অর্থাৎ বিত্ত , অর্থ এসব একে অন্যকে দিতে পারে কিন্তু সুখ নয়।

বয়সের সাথে সাথে যখন জীবনের কঠিন বাস্তবতার মুখামুখি তখন এই সুখের সংজ্ঞায় অনেক গুলো নিয়ামক যুক্ত হল …
অনেক চিন্তাভাবনা করে সেইগুলো খুজে বের করলাম … আসলে খুজে বের করলাম বললে ভুল হবে কারন এইটা সবার জীবনেই থাকে আমি স্রেফ খেয়াল করে আপনাদের সামনে উপস্থাপন করলাম … 

প্রথমেই বলেছিলাম আমি সুখী ,  এবার যাদের আমার সুখী হবার গোপন রহস্য সম্পর্কে আগ্রহ আছে তারা নিচের লেখটা পরুন… না হলে এখানেই পড়া শেষ করে দিন …

নোটঃ ভালো কথা আমার জামা আছে কিন্তু কাউরে দিতে পারুম না …।।
✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬
✬আমি নিজেকে পুরা চিন্তা শূন্য করে ফেলি ... মানে জিরো টেনশন ...নিজের সকল চিন্তার ভার ছেড়ে দিয়েছি আল্লাহর উপর … নিজেকে … আমি একটা নীতিতে চলি যা হবে দেখা যাবে … আমি জানি আল্লাহ সবকিছু ভালোর জন্যই করবেন …
তাই নিজের জীবনকে চলতে দিয়েছি বহমান শান্ত নদীর মত …নদী যেমন পাহড়ের চূড়া থেকে সুবিধা মত নিজের পথ সৃষ্টি করে আশেপাশের প্রকৃতিকে সেবা দিয়ে এঁকে-বেঁকে সাগর কূলের  দিকে চলতে থাকে ঠিক তেমনি…
আমি জানি এই বহমান নদীকে যদি বাঁধা দেই তাহলে  সে তার সৌন্দর্য্য ও গতি দুটোই হারাবে … তাই চলুক এক সময় না এক সময় সমুদ্রের দেখা পাবেই … !
আমার সুখী হবার আরেকটা কারন আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না, সো না পাওয়ার হতাশা নাই ...

আমি কোন কিছু আমার মনে করি না আমাদের মনে করি ... যদি কোন জিনিস আমার এইটা মাথায় ডুকে যায় তাহলে আপনার মাঝে নিশ্চিত লোভ ডুকে যাবে … আপনি নিজেই শুধু ভোগ করার চিন্তা করবেন … অন্য কেউ করতে চাইলে তখন অশান্তি দেখা দিবে … দেখবেন যৌথ পরিবারে আমার যখন আসবে তখনই ঝামেলা দেখা যাবে… এর আগ পর্যন্ত থাকবে সুখ ।
✬ আমি আমার লোভকে কিছুটা নিয়ন্ত্রণ করতে পেরেছি … মানুষের লোভ থাকটা স্বাভাবিক একেই নিয়ন্ত্রণ করতে পারলেই সুখী হবেন …
✬ আমি আমার চাহিদা কমিয়ে নিয়েছি জাস্ট জীবন চলতে যতটুকু দরকার ঠিক ততটুকু …। ঠিক ততটুকুর ব্যবস্থা আমি কষ্ট করে করে ফেলেছি … …! 

✬ সর্বশেষ কথা হল আমি অল্পতে সন্তুষ্ট আল্লাহ আমাকে যা দিয়েছেন তা নিয়েই আমি সন্তুষ্ট এবং আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি …

একটা কথা কেউ বিশ্বাস করবেন কিনা আমি জানি না “ আমি বর্তমানে বাস্তবিক অর্থে যে পরিস্থিতে আছি আমার জায়গায় যদি অন্য কেউ থাকত তাহলে  সে নিশ্চিত সুইসাইড খাইত …” আর কিছুই বললাম না এই কথাটাই যথেষ্ট ...

আজ আমি একটা জিনিস বুঝেছি, সেটা হলো চাওয়ার মাঝে কিন্তু কোনো সুখ নেই। সুখ আছে দেয়ার মাঝে। তাই আমি শুধুই দিতেই চাই। মন-প্রাণ উজাড় করে শুধুই দিতে চাই। ভালবাসা দিতে চাই অসহায় বঞ্চিতের মাঝে, প্রকৃতির মাঝে বিলিয়ে দিতে চাই আমার সমস্ত সত্তা। সৃষ্টির লালনে বিলাতে চাই আমার ছোট এই জীবন।
আমি ধার্মিক। আমি প্রকৃতি ভালবাসি। ভালবাসি গাছপালা পশুপাখি। আমি বিশ্বাস করি আমি এক সফরে আছি। এই সফর শেষে যেতে হবে আরেক অনন্ত সফরে। হয়তো সেই জীবনে গিয়ে আমি আমার সুখের সন্ধান পাবো।
আর এই জীবনে! এই জীবনে আমি অনেক সুখী। কারণ আমি আল্লাহর তথা স্রষ্টার কাছে নিজেকে সমর্পিত করেছি। মানুষের কল্যাণের মাঝেই আমি আমার সুখকে খুঁজে নিয়েছি।

No comments:

Popular Posts