স্বার্থের জুয়াখেলায় মত্ত এই বিচিত্র পৃথিবীতে আমরা এতটাই ব্যস্ত যে জীবনের জন্য ধ্রুব মৃত্যুর কথাটাই ভুলে গেছি। এমনি সামনে দিয়ে মৃত মানুষের লাশ নিয়ে গেলেও মনে হয় না মরব। অথচ ঠিক আগামী কালই আমাদের সবাইকে নিম্ন মানের সেলাই বিহীন কাপড় নিয়ে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে।
এর পরও মানুষ মিথ্যা বলে , খারপ কাজ করে , সামান্য অর্থের জন্য অন্যের সুন্দর জীবন নষ্ট করে দেয় ............।
সবচেয়ে মজার বিষয় হচ্ছে ,
তারা এই অর্থ উপার্জন নিজের সুখের জন্য করে না ......... করে তার ছেলের জন্য । আর ছেলে এই অর্থ দিয়ে যতো রকমের বাজে ইচ্ছা আছে সব পূর্ণ করে , আরও মজার বিষয় হচ্ছে যে ছেলের জন্য পিতা মানুষের হক মেরে অর্থ উপার্জন করল ,
সেই ছেলে তা কখনো বুঝে না এবং বুঝতেও চাই না ............
সে মনে করে বাবার সেই টাকা তার অধিকার ।
এই ঘটনা গুলো আমাদের সবার সামনে প্রায় ঘটতে দেখি , তারপরও আমাদের শিক্ষা হয় না ।
ভাষা বদলি করুন
June 03, 2016
স্বার্থ হাছিলের জন্য ভূলে গেছি একদিন আমাদের মরতে হবে।
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
।।জাকারিয়া ইছলাম।। প্রত্যেকেই তার কাঙ্ক্ষিত বস্তু লাভের জন্য নানা কৌশল অবলম্বন করে থাকে। সম্পাদের জন্য যে লালায়িত সে তা অর্জনের নিমিত...
-
ক্যারিয়ার ব্যবস্থাপনা (ক্যারিয়ারের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত গ্রহণে আপনাকে সহায়তা করবে।) ১. প্রশ্ন জিজ্ঞাসার মাধ্যমে নিজেকে মূল্যায়ন: -----...
-
।। জাকারিয়া ইছলাম।। নবী মুহম্মদের ( ﷺ ) জন্ম মৃত্যু নিয়ে আমাদের ভন্ডামির শেষ নেই। নবীজির জন্ম মৃত্যু একই তারিখে হয়েছে বলে যে একটা প্...
No comments:
Post a Comment