ভাষা বদলি করুন

The Only way to stop any pain in your life is to accept the fact that nothing is yours, nothing was yours, and nothing will ever be yours. They are worldly attachments; given by Allah, belonging to Allah and returning beck to Allah.

June 03, 2016

মন কে বুঝা খুব কঠিন

মন নামের জিনিষটা হল অনুভুতি ধারণ করার সবচেয়ে বড় রিজার্ভ বক্স । মস্তিস্ক থেকে সব ধরনের অনুভুতিগুলো স্নায়ুতন্ত্রের মাধ্যমে মন নামের যাদুর বক্সে এসে জমা হয় । মন জিনিসটা হল মানব দেহের সবচেয়ে বড় "ক্যাশ মেমোরি" । ...যার প্রতিটা ইনপুট আর আউটপুটের সবকটি পোর্ট "বিশ্বাস" নামের জিনিষটা দিয়ে পরিবেষ্টিত ।
প্রত্যেকটা অনুভুতি যেমন হাসি , কান্না , সুখ , দুঃখ , রাগ , আক্ষেপ সবকিছুই বিশ্বাসের সাথে যুক্ত হয়ে ইনপুট আকারে ভিতরে যায় আর আউটপুট হয়ে বেরও হয় বিশ্বাস জিনিষটা নিয়ে ... ... ।

ধরুন আপনি একজন মানুষকে প্রচণ্ড ভালোবাসেন । সে মানুষটার প্রতিটা কথাই আপনার বিশ্বাস হয়ে মনের মধ্যে ঢুকে যাবে ... ... এমনকি তার অবিশ্বাস্য কথাগুলোও মাঝে মাঝে বিশ্বাস হয়ে মনের বক্সে ঢুকে যাবে । আর সেগুলোই আপনাকে হাসাবে , কাদাবে , রাগাবে ।
এতো গেল অন্ধভাবে বিশ্বাসের ব্যাপার স্যাপার ...

বিশ্বাসের ব্যাপারগুলো নির্ভর করে চোখ নামের ইন্দ্রিয়টার উপর । আর সেটা সামাল দেয় মন । অবিশ্বাস্য জিনিসগুলোও বিশ্বাস হয়ে মনে যায় । একজন মানুষের উপর দিয়ে একটা ট্র্যাক চলে গেল ...একটুপর সে মানুষটা উঠে দাঁড়ালো এবং সে হেটে চলে গেল ।
আর পুরো ব্যাপারটা যদি আপনার সামনে ঘটে তাহলে ?

বিশ্বাস জিনিসটা অনেক বেশি ক্রিটিক্যাল । প্রতিটা অনুভুতি প্রকাশের প্রথম বা শেষ সীমা এই বিশ্বাস । অনেক মানুষই আছে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ... যেকোন কথা খুব তাড়াতাড়ি তাদের বিশ্বাস হয়ে যায় । ব্যাপারটা বেশি দেখা যায় মেয়েদের ক্ষেত্রে । খুব তাড়াতাড়ি বিশ্বাস ফেলে তারা । আর তাদের সেই বিশ্বাস কেমন করে যেন ভেঙ্গে যায় । তাদের কাছে ব্যাপারটা অনেকটা কাঁচ ভাঙ্গার শব্দের মত । ঝন ঝন শব্দ নিয়ে ভেঙ্গে গেলো বিশ্বাস নামের আয়নাটা ।

বিশ্বাস অর্জনের সবচেয়ে বড় হাতিয়ার এখন চোখের পানি । একটু আবেগি হয়ে কথা বলুন ... ... ব্যাস তাহলেই হবে । দেখবেন মানুষের মন নামের যাদুর বক্স ছাপিয়ে যাবে । ভালো করে দেখুন ; দেখবেন মন উপচে পরবে সে বিশ্বাস ... আপনি আপনার চারপাশটা দেখুন তাহলেই তার প্রমাণ পেয়ে যাবেন ... ...

বিশ্বাসের ভাঙ্গার সবচেয়ে বড় কারণ "সন্দেহ" ।... এটা আপনার পিছনে গেলে থাকবে প্রতিটা ব্যাপার নিয়ে আর সেটা আপনাকে একটু একটু করে সেই বিশ্বাস নাম দিয়ে সেই অনুভূতিটার পেছনে পরে "এক সময় শেষ করে দিবে"... প্রতিরুপ হিসেবে পাবেন "কষ্ট" শব্দটা । আর বিশ্বাস জিনিষটা একবার ভেঙ্গে গেলে ফেরত আনতে যে কষ্ট সেটা অনেকেই আছেন সহ্য করতে পারে না । ... ...

বিশ্বাস জিনিসটা নিয়ে যত বার চিন্তা করেছি ততবারই নিজের ভিতরে কেমন জানি করে উঠে । ... পুরো ব্যাপারটা হয়তো এমন মনে হয় "চারপাশের সব কিছুই কি আমার বিশ্বস্ত নাকি না" ।

No comments:

Popular Posts