একবার এক লোক
পাহাড়ী অঞ্চলে বেড়াতে গেল।
ঘুরতে ঘুরতে সে একটি কাক
দেখলো যার দুটি ডানাই
কাটা ছিলো। কাকটির এই
অবস্থা দেখে সে ভীষন দুঃখ পেয়ে মনে মনে ভাবলো,এটা নিশ্চয়ই কোনো দুষ্ট ছেলেরকাজ। সে ভাবলো, ‘হায়
আল্লাহ এই কাকটি এখন
উড়বেকিভাবে?
আর যদি সে তার খাবারই সংগ্রহ না করতে পারে তবে সে বাঁচবে কিভাবে?’
এসব যখন সে ভাবছিলো তার
কিছুক্ষনপর সেদেখলো সে যায়গায়
এক ঈগল উড়ে এলো যার
ঠোঁটে ছিলো কিছু খাবার।
খাবারগুলো সে কাকের সামনে ফেললো এবং সেখান থেকে উড়েচলে গেল। এই দৃশ্য দেখে সে অত্যন্তঅবাক হয়ে গেল। সে ভাবলো যে, ‘যদি এভাবেই
আল্লাহ তার সৃষ্টিকে বাঁচিয়ে রাখনে তবে আমার এত কষ্ট করে কাজ করার দরকার কি?
আমি আজ থেকে কোনো কাজ
করবো না,তিনিই আমাকে খাওয়াবেন’।
সে কাজ করা বন্ধই করে দিলো। কিন্তু দুই তিনদিন পার হয়ে গেলেও সে কোনোখান থেকে কোনো সাহায্য পেল না।এর কারন জানতে সে একজন
জ্ঞানী লোকের কাছে গেল।
তিনি তাকে বললেন,
‘তুমি দুটি পাখি দেখেছিলে।
একটা সেই আহত কাক,আরেকটা
সেই ঈগল।তুমি কেন সেই কাকটিই
হতে চাইলে? কেন তুমি সেই
ঈগলটির মত
হতে চাইলে না যে নিজের খাবারতো যোগার করেই,সাথে যারা না খেয়ে আছে তাদের মুখে খাবার তুলে দেয়?
গল্পের এই লোকটির মতই আমাদের
চারপাশে অনেকেই আছেন যারা অন্যের উপর নির্ভরশীল হয়ে বেচে থাকতে চায়। তারা ভুলে যায় যে নিজেকে সাহায্য করে না,আল্লাহ
তাকে সাহায্য করেন না।
দুটো কাজের মধ্যে সহজ কাজটি করার জন্যে তারা নিজেরা একটা অজুহাত বানিয়ে ফেলতে ভীষন দক্ষ। যখন আমরা নিজেরা নিজেদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সব কিছু নিশ্চিত করতে পারবো ঠিক সেই মুহুর্তটি থেকেই নিজেদের ঈগলটির মত ভাবতে হবে। অন্যকে বেঁচে থাকার জন্যে সাহায্য করতে হবে।
আপনি কি হতে চান?
(১)কাক।
(২)ঈগল।
কোনটা?
ভাষা বদলি করুন
June 04, 2016
>>>একটি শিক্ষনীয় গল্প<<<
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
।।জাকারিয়া ইছলাম।। প্রত্যেকেই তার কাঙ্ক্ষিত বস্তু লাভের জন্য নানা কৌশল অবলম্বন করে থাকে। সম্পাদের জন্য যে লালায়িত সে তা অর্জনের নিমিত...
-
ক্যারিয়ার ব্যবস্থাপনা (ক্যারিয়ারের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত গ্রহণে আপনাকে সহায়তা করবে।) ১. প্রশ্ন জিজ্ঞাসার মাধ্যমে নিজেকে মূল্যায়ন: -----...
-
।। জাকারিয়া ইছলাম।। নবী মুহম্মদের ( ﷺ ) জন্ম মৃত্যু নিয়ে আমাদের ভন্ডামির শেষ নেই। নবীজির জন্ম মৃত্যু একই তারিখে হয়েছে বলে যে একটা প্...
No comments:
Post a Comment