জাকারিয়া ইছলাম
বাড়তি কথা বলে শুধু শুধূ কারো আতঙ্কের বা বিরক্তির কারণ হওয়া কি দরকার? তার চেয়ে বরং কথা হোক শ্রুতিমুধর এবং আনন্দদায়ক। তাই জেনে নিন কিছু কথা বলার নিওম।
۞ উচ্চ শব্দে এবং দ্রুতগতিতে কথা না বলে কথা বলুন ধীরে এবং পরিস্কার করে
۞ কথা বলার সময় প্রতিটি শব্দের উচ্চারণের দিকে নজর দেওয়া জরুরি, ভুল উচ্চারণ হাসির উদ্রেক হতে পারে।
۞ কথা বলার সময় খেয়াল রাখবেন যার সঙ্গে কথা বলছেন সে কতটা মনোযোগ দিয়ে শুনছে
۞ একাই কথা বলবেন না, অন্যকেও কথা বলার সুযোগ দিন
۞ কথা বলার সময় বয়স এবং সম্পর্ক বুঝে সম্বোধন করুন
۞ কারো ব্যবস্তা থাকলে অল্প কথায় প্রয়োজনীয় কথাটি সেরে ফেলুন
۞ কারো সাথে কথা বলার সময় অন্যের সমালোচনা থেকে বিরত থাকুন
۞ আপনার পাশেরজন কথা বলার সময় মাঝখান থেকে তাকে থামিয়ে দেবেন না। তার কথা শেষ করতে দিন। পরে আপনি বলুন
۞ কেউ আপনার সঙ্গে কথা বললে অমোনযোগী হবেন না, তাতে যে আপনার সঙ্গে কথা বলছে সে অপমানিত বোধ করতে পারে
۞ কথার বলার সময় শারীরিক অঙ্গভঙ্গি থেকে বিরত থাকুন
۞ আঙ্গুল নেড়ে গুরুজনদের সঙ্গে কথা বলবেন না
۞ যতটা সম্ভব অপ্রয়োজনীয় কথা পরিহার করুন।
No comments:
Post a Comment