ভাষা বদলি করুন

The Only way to stop any pain in your life is to accept the fact that nothing is yours, nothing was yours, and nothing will ever be yours. They are worldly attachments; given by Allah, belonging to Allah and returning beck to Allah.

October 25, 2016

কথা বলার নিওম

জাকারিয়া ইছলাম

বাড়তি কথা বলে শুধু শুধূ ‍কারো আতঙ্কের বা বিরক্তির কারণ হওয়া কি দরকার? তার চেয়ে বরং কথা হোক শ্রুতিমুধর এবং আনন্দদায়ক। তাই জেনে নিন কিছু কথা বলার নিওম।

۞ উচ্চ শব্দে এবং দ্রুতগতিতে কথা না বলে কথা বলুন ধীরে এবং পরিস্কার করে
۞ কথা বলার সময় প্রতিটি শব্দের উচ্চারণের দিকে নজর দেওয়া জরুরি, ভুল উচ্চারণ হাসির উদ্রেক হতে পারে।
۞ কথা বলার সময় খেয়াল রাখবেন যার সঙ্গে কথা বলছেন সে কতটা মনোযোগ দিয়ে শুনছে
۞ একাই কথা বলবেন না, অন্যকেও কথা বলার সুযোগ দিন
۞ কথা বলার সময় বয়স এবং সম্পর্ক বুঝে সম্বোধন করুন
۞ কারো ব্যবস্তা থাকলে অল্প কথায় প্রয়োজনীয় কথাটি সেরে ফেলুন
۞ কারো সাথে কথা বলার সময় অন্যের সমালোচনা থেকে ‍বিরত থাকুন
۞ আপনার পাশেরজন কথা বলার সময় মাঝখান থেকে তাকে থামিয়ে দেবেন না। তার কথা শেষ করতে দিন। পরে আপনি বলুন
۞ কেউ আপনার সঙ্গে কথা বললে অমোনযোগী হবেন না, তাতে যে আপনার সঙ্গে কথা বলছে সে অপমানিত বোধ করতে পারে
۞ কথার বলার সময় শারীরিক অঙ্গভঙ্গি থেকে বিরত থাকুন
۞ আঙ্গুল নেড়ে গুরুজনদের সঙ্গে কথা বলবেন না
۞ যতটা সম্ভব অপ্রয়োজনীয় কথা পরিহার করুন।

No comments:

Popular Posts