আচ্ছালামু আলাইকু
কিছু মানুষ আমাকে ভুল বুঝবে।
কিছু মানুষ আমাকে বেশি বুঝবে।
কিছু মানুষ আমাকে কম বুঝবে।
কিছু মানুষ আমার সামনে এসে আযাইরা অহংকার দেখাবে।
কিছু মানুষ কখনোই আমার ভাল চাইবে না।
কিছু মানুষ শুধু শুধুই আমার সাথে হিংসা করবে।
কিছু মানুষ শুধু শুধুই আমাকে বিরক্ত করবে।
কিছু মানুষ শুধু শুধুই আমার ক্ষতি করার চেষ্টা করবে।
এখন আমি কিসের কেয়ার নিব? কিসের নিব না? এটা আমাকেই বুঝতে হবে। কারণ উপরিউক্ত মানুষগুলার আচরণ কেয়ার করা মানে হল অদৃশ্য জেলখানার কয়েদী হয়ে যাওয়া। জেলখানার কয়েদীদের বের হওয়ার পথ নাই। কারণ এতরকম মানুষকে কেয়ার দিলে এই পৃথিবীতে আমি নিজেকে কবে খুঁজে বেড়াব? এদেরকে পাত্তা দিলে আমার ভিতরে যে অমিত সম্ভাবনা বিদ্যমান তা তো কখনোই খুঁজে পাব না, নিজেকেই যে আবিষ্কার করতে পারব না। প্রতিটি মানুষই তো প্রতিভা নিয়েই জন্মায়, কিন্তু সঠিক আচরণ (এটিচিউড) না জানা থাকার কারণেই বেশিরভা মানুষ নিজেকেই খুঁজে পায় না, কারণ তাদের সব সময় নষ্ট হয় উপরের মানুষগুলোর কেয়ার নিতে।
আমি অকারণে কিছু লিখতে গেলে প্রায় অপ্রস্তুত হয়ে যাই । চিন্তা করি এর কোনো মানে হয় না। কারন আমার জ্ঞান অত্যন্ত সীমিত। অভিজ্ঞতা অপ্রতুল। সঞ্চয় অতি সামান্য। আকাঙ্ক্ষা অনেক। সাগরের ঢেউয়ের মতো। আকাশের তারার মতো। শ্রাবণের ধারার মতো। এর কোনো ইতি নেই। যতি নেই। শেষ নেই।…স্বপ্ন দেখি না। কারণ, স্বপ্নের সঙ্গে বাস্তবের সাপে-নেউলে সম্পর্ক।
আর সত্যি বলতে আমি খুবই সাধারন মানুষ, নিজেকে সবার থেকে আলাদা করে রাখতে আমার খুব ভালো লাগে। একটা সময় ছিল , যখন ভার্চুয়াল জগতে পা রাখিনি, তখন বন্ধু ছিল অগণিত, আড্ডা ছিল আমার প্রান।তখন নিজেকে সবার সাথে এক করে রাখতে ভালো লাগতো। এখন ভার্চুয়াল জগতে বিচরন অথচ সেই আড্ডার দেবার সময় নেই, সবাই ব্যাস্ত যার যার কাজে, জীবনের নামে বয়ে যাওয়া যান্ত্রিক সময়ের পিছে।
আমি বেশিরভাগ সময় নিজের কথা বলতে চাই। নিজের মতো করে বলতে চাই। নিজের অনুভবের কথা ছড়িয়ে দেবো নিজের ভাষায়। এই ব্লগে লেখার এটাই কারণ। কোন মানুষকে প্রভাবিত করার অভিলাষ আমার নেই।
ধন্যবাদ আপনাকে আমার ব্লগে ভিজিট করার জন্য
~ জাকারিয়া ইছলাম বড়ভূইয়া
No comments:
Post a Comment